OrdinaryITPostAd

ইংরেজি নববর্ষ ২০২৬ ॥ ইংরেজি নববর্ষ নিয়ে উক্তি

আপনি কি ইংরেজি নববর্ষের ইতিহাস ও ইংরেজি নববর্ষ নিয়ে উক্তি সম্পর্কে জানতে চান? তাহলে আপনাকে সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আজকের এই আর্টিকেলে আমরা ইংরেজি নববর্ষের ইতিহাস ও ইংরেজি নববর্ষ নিয়ে কিছু উক্তি তুলে ধরব। তাই এই সম্পর্কে জানার জন্য আমাদের সাথে থাকুন।
ইংরেজি_নববর্ষের_শুভেচ্ছা_বার্তা
নতুন বছরের আর মাত্র কিছুদিন বাকি। কিছুদিন পরেই শুরু হবে ইংরেজি নতুন একটি বছর। আর ধারাবাহিকতায় অনেকেই নববর্ষের শুভেচ্ছা জানাতে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন। তাই আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলে তেমনি অনেক উক্তি আলোচনা করা হবে। তাই এ সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ২০২৬

২০২৫ শেষে উদিত হবে এক নতুন সূর্য। শুরু হবে নতুন আরেকটি বছর। ২০২৬ সাল। পুরাতনকে পাল্টে জায়গা করে নিবে নতুন ক্যালেন্ডার। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সবাই। ইংরেজি বছর উদযাপনের রীতির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। তাই অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করছে সবাই।

নতুন বছরকে বরণ করে নিতে করা হয়ে থাকে বিভিন্ন ধরনের আয়োজন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেগেছে সেই দোলা। নতুন বছরকে ঘিরে নেটিজেনরা লিখছে তাদের নতুন চিন্তা-ভাবনার কথা। অগ্রিম স্বাগত জানাচ্ছে ইংরেজি নববর্ষকে। একে অপরকে পাঠাচ্ছে নতুন বছরের আগাম শুভেচ্ছা ।

"অতীতকে প্রভাবিত করার সাধ্য মানুষের নেই।
বর্তমান! সে তো তার নিজস্ব রূপ নিয়ে আমাদের সামনে এসেই পড়েছে।
সুতরাং হাতে আছে শুধু ভবিষ্যত।
একমাত্র ইতিহাসের আলোতে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যত তৈরি করা যায়।"

ইংরেজি নববর্ষের ইতিহাস

দেশ ও সংস্কৃতি ভেদে আলাদা আলাদা বর্ষপঞ্জিকা থাকলেও বিশ্ববাসী সব হিসাব ও কর্মকান্ড মেনে চলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। বছরের পর বছর যায়। একটি বছর শেষ হলে শুরু হয় নতুন একটি বছর। কিন্তু কিভাবে এলো এই ইংরেজি নববর্ষ। আসুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

বছরের শেষ দিন অর্থাৎ 31st নাইটে পুরো বিশ্ব মেতে ওঠে নতুন বছরকে শুভেচ্ছা জানাতে। কিন্তু এই নববর্ষ পালন এক দিনেই শুরু হয়নি। নববর্ষ উদযাপনের ধারণাটি শুরু হয় প্রায় ৪০০০ বছর পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে। যার শুরুটা হয়েছিল প্রাচীন মেসোপটেমিয়ার ব্যাবিলনে। তারা বসন্তের প্রথম চাঁদ দেখার উপর ভিত্তি করে নববর্ষ পালন করত। অন্যদিকে মিশরীয়রা তাদের নীলনদের বার্ষিক বন্যার সময়কে নতুন বছরের আগমন হিসেবে চিহ্নিত করত।

খ্রিস্টপূর্ব ১৫৩ অব্দে রোমানরা নতুন বছর পালনের প্রচলন শুরু করেন। মূলত তারা গ্রীকদের কাছ থেকেই বর্ষপঞ্জিকা পেয়েছিলেন। বর্ষপঞ্জিকাটি চন্দ্র মাসের হিসাব অনুযায়ী তৈরি হওয়ার কারণে সেখানে ১২টি মাসের পরিবর্তে ১০টি মাস ছিল। ফলে ৩০৪ দিনে বছরের হিসাব করা হতো। পহেলা মার্চ উদযাপন করা হতো নববর্ষ। কিন্তু এতে বিভিন্ন ধরনের বিপত্তি দেখা দেয়।

পরে খ্রিস্টপূর্ব ৪৬ অব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার মিশরীয় জ্যোতির্বিজ্ঞানীদের সাথে আলোচনার মাধ্যমে ক্যালেন্ডার একটি বড়সরো রদবদল করেন। এটি মূলত ছিল সৌরনির্ভর। এটি জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। এই ক্যালেন্ডারে পহেলা জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসাবে নির্ধারণ করা হলো এবং তা রোমান দেবতা জেনাসকে উৎসর্গ করা হলো। জেনাসের নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম রাখা হলো জানুয়ারি।

এরপর সবকিছু ঠিক চলছিল। কিন্তু মধ্যযুগে দেখা দিল নানা রকম বিপত্তি। ইউরোপে বিভিন্ন কারণে জুলিয়ান ক্যালেন্ডার সৌরবছরের সাথে ১০ দিনের ব্যবধানে পিছিয়ে পড়েছিল। এছাড়াও খ্রিস্টান ধর্মের ব্যাপক প্রসার হওয়ার ফলে তারা আবার ২৫ শে মার্চ নববর্ষ পালন করতে শুরু করল।

কেননা ওই দিন তাদের কাছে বিশেষ ছিল। কারণ খ্রিস্ট ধর্ম অনুযায়ী ওই দিনে যিশুখ্রিস্টের জন্ম নেওয়ার সংবাদ তার মা মেরিকে দেওয়া হয়েছিল। শুধু তাই নয় তারা পহেলা মার্চ, ২৫শে ডিসেম্বর, স্টার সানডে ইত্যাদি দিয়ে নেওয়া কোথাও কোথাও নববর্ষ উদযাপন করা হতো। এ সময় নববর্ষ উদযাপনের কোন নির্দিষ্ট তারিখ ছিল না।

এই সমস্যা সমাধানের জন্য ১৫৮২ সালে ক্যাথলিক চার্চের পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শে একটি নতুন একটি নতুন ক্যালেন্ডারের আবির্ভাব করেন যা গ্রেগরীয় ক্যালেন্ডার নামে পরিচিত। এটি মূলত জুলিয়ান ক্যালেন্ডারের সংশোধিত রূপ। সেই সাথে তিনি এই ক্যালেন্ডারে লিপিয়ারের কথাও উল্লেখ করেন। সেই সাথে তিনি জানুয়ারি মাসের ১ তারিখকে পুনরায় ইংরেজি নববর্ষ হিসেবে ঘোষণা করেন।

যেহেতু এই ক্যালেন্ডারের সূচনা করেন প্রাচীন রোমানরা। তাই তাদের স্মরণে ইংরেজি বছরের বেশিরভাগ মাসের নাম তাদের দেবতা বা সম্রাটের নামানুসারে করা হয়। তাহলে চলুন ইংরেজি বছরের বারো মাস ও কার নাম অনুসারে এটি করা হয়েছে তা জেনে নিই-
  1. জানুয়ারি- রোমান দেবতা জেনাস এর নামানুসারে এই মাসের নাম রাখা হয় জানুয়ারি।
  2. ফেব্রুয়ারি- ল্যাটিন শব্দ ফেব্রুয়া থেকে এই মাসের নাম নেওয়া হয়েছে, যার অর্থ শুদ্ধি বা পবিত্রতা অর্জন।
  3. মার্চ- রোমানদের যুদ্ধ দেবতা মার্সের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়।
  4. এপ্রিল- ল্যাটিন শব্দ অ্যাপেরিরে এর নামানুসারে এ মাসের নাম রাখা হয় এপ্রিল। ল্যাটিন শব্দ অ্যাপেরিরে এর অর্থ উন্মুক্ত বা খোলা।
  5. মে- উর্বরতা ও বসন্তের দেবী মায়া’স এর নামানুসারে এই মাসের নামকরণ করা হয়।
  6. জুন- বিবাহ এবং নারী কল্যাণের দেবী জুনো’র নামানুসারে এই মাসের নামকরণ করা হয় জুন। এটি রোমানদের প্রধান দেবী ও জুপিটারের স্ত্রী।
  7. জুলাই- রোমান সম্রাট জুলিয়াস সিজার-এর নামানুসারে ও তার সম্মানে এই মাসের নাম রাখা হয় জুলাই।
  8. আগষ্ট- জুলিয়াস সিজারের উত্তরসূরি রোমান সম্রাট অগাস্টাস সিজারের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়।
  9. সেপ্টেম্বর- ল্যাটিন শব্দ সেপ্টেম এর নামানুসারে এই মাসের নামকরণ করা হয়। ল্যাটিন শব্দ সেপ্টেম এর অর্থ সাত। কেননা এটি রোমান ক্যালেন্ডারের সপ্তম মাস ছিল।
  10. অক্টোবর- ল্যাটিন শব্দ অক্টো এর নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছে। যার অর্থ আট।
  11. নভেম্বর- ল্যাটিন নবম সংখ্যা নভেম এর নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছে।
  12. ডিসেম্বর- ল্যাটিন শব্দ ডিসেম এর নামানুসারে এই মাসের নামটি এসেছে। ল্যাটিন শব্দ ডিসেম এর অর্থ দশ।
এইভাবে অনেক সংস্কার ও সংশোধনের মাধ্যমে প্রচলন ঘটে আজকের এই ক্যালেন্ডারের। এটি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ক্যালেন্ডার। আর এভাবেই শুরু হয় ইংরেজি নববর্ষ উদযাপন। তবে বেশ কিছু দেশ এই ক্যালেন্ডারকে গ্রহণ করেননি। সেসব দেশে ইংরেজি নববর্ষ পালন করা হয় না।

ইংরেজি নববর্ষ উদযাপন ২০২৬

ইংরেজি নববর্ষ ২০২৬ আসতে যেহেতু এখনো কিছুটা সময় দেরি রয়েছে তাই আপনি এই দিনটিকে ঘিরে বিভিন্ন ধরনের পরিকল্পনা সাজাতে পারেন। যেমন বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে ঘরোয়া পদ্ধতিতে এই দিনটি উদযাপন করতে পারেন কিংবা কোন রেস্তোরাঁ বা ক্লাব ইভেন্টে যোগ দিতে পারেন।

আপনি চাইলে এই দিনকে কেন্দ্র করে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন। হোক সেটি দেশের ভেতরে অথবা দেশের বাইরে কোন দর্শনীয় স্থানে। এছাড়াও আপনি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন।

এই দিনটিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন স্থানে নানারকম উৎসবের আয়োজন করা হয়। কোথাও করা হয় আতশবাজি প্রদর্শনী, কোথাও বা কনসার্ট, আবার কোথাও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই দিনটির সবচেয়ে আকর্ষণীয় উদযাপনটি হলো মধ্যরাতের কাউন্টডাউন।

৩১ ডিসেম্বর মধ্যরাতে অর্থাৎ রাত বারোটার কিছু মুহূর্ত পূর্বে এই কাউন্টডাউন শুরু করা হয় এবং তা বারোটা বাজার সাথে সাথে শেষ করা হয়। এ সময় সবাই হ্যাপি নিউ ইয়ার বলে উল্লাস করে এবং একে অপরকে শুভকামনা জানাই। এছাড়াও এই দিনে অনেকেই প্রার্থনা স্থলে গিয়ে বিশেষ প্রার্থনা করেন।

বাঙ্গালীদের কাছে এই দিনের মাহাত্ম্য বাংলা নববর্ষের মতো না হলেও এর কাছাকাছি। বাঙালিরা এই দিনটিকে খুবই জাকজম পূর্ণভাবে পালন করে থাকে। পহেলা জানুয়ারিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দৈনিক পত্রিকা, টিভি চ্যানেল সহ অনেকেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকেন। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ বড় বড় শহরে এই দিনটিকে গ্রহণ করার জন্য নানারকম আয়োজন করা হয়ে থাকে।

যেহেতু এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয় তাই প্রতিবছরের মতো এই বছরও এই দিনটিকে খুবই জাঁকজমকপূর্ণ ভাবে গ্রহণ করা হবে। এই দিনটি সর্বপ্রথম আয়োজিত হবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র কিরিবাতি ও টোঙ্গায়। এরপর তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। এই দিনটি যেসব স্থানে জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

ইউরোপঃ ইউরোপে নববর্ষের প্রধান আকর্ষণ হলো এর আতশবাজি ও আলোকসজ্জা। লন্ডনের বিগ বেন ও থেমস নদীর তীরে প্রতি বছরের ন্যায় এ বছরও জমকালো আতশবাজিতে এই দিনটিকে বরণ করে নেয়া হবে। এছাড়াও পালিশের আইফেল টাওয়ারে এবং রোমের বিভিন্ন স্থানে উৎসবের আবহাওয়া তৈরি হবে।

আমেরিকাঃ আমেরিকায় এই দিনটি উৎসবমুখর পরিবেশে আয়োজিত হবে। এই দিনটি উদযাপনের জন্য নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিখ্যাত বল ড্রপ ইভেন্টে হাজির হয় হাজারো মানুষ। নতুন বছরের কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে তারা উদযাপনে মেতে ওঠে। প্রতিবছরের ন্যায় এই বছরেও সেখানে জমকালো আয়োজন করা হবে। এছাড়াও দেশে বিভিন্ন স্থানে কনসার্ট, প্যারেড ইত্যাদির মাধ্যমে এ দিনটি উদযাপন করা হবে।

এশিয়াঃ শুধু ইউরোপ আমেরিকা নয় এশিয়ার বিভিন্ন স্থানে এই দিনটি উদযাপন করা হবে। জাপানের বিভিন্ন মন্দিরে ঘন্টাধ্বনি বাজিয়ে এই দিনটিকে গ্রহণ করা হয়। এছাড়াও চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আয়োজন এর মাধ্যমে এই দিনটিকে গ্রহণ করা হয়।

মধ্যপ্রাচ্যঃ দিন দিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে নববর্ষ উদযাপনের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে দুবাইয়ের বুর্জ খলিফায় জাঁকজমক আলোকসজ্জা ও আতশবাজি বিশ্ববাসীকে মুগ্ধ করেছে। এছাড়াও এই দিনকে কেন্দ্র করে পারিবারিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ইংরেজি নববর্ষ নিয়ে উক্তি ॥ ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বার্তা

আমরা অনেকে ইংরেজি বছরের শুভেচ্ছা বার্তা গুগলে সার্চ করে থাকি। আর তাই আপনাদের কথা চিন্তা করে এই পর্বে ইংরেজি নববর্ষ নিয়ে কিছু উক্তি বা শুভেচ্ছা বার্তা আলোচনা করা হবে। এগুলো আপনি আপনার বন্ধুদের সাথে অথবা পরিবারের লোকদের সাথে অথবা কলিগদের সাথে শেয়ার করতে পারেন। তাদেরকে এইসব শুভেচ্ছা বার্তা দ্বারা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে পারেন।
  • হ্যাপি নিউ ইয়ার!! তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভ কামনা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। সুস্থতা বজায় থাক, আনন্দ বৃদ্ধি পাক , শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক প্রতিটি ঘরে ঘরে।
  • দিন যদি চলে যায় দিগন্তের শেষে, রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু, আমি থাকব তোমাদেরপাশে। Happy new year
  • নতুন বছর শুরু হোক নতুন আশায়, ভুলে যাও পুরনো সব দুঃখ-ভয়। তোমার জীবন হোক সুখে-সমৃদ্ধিতে ভরা। শুভ ইংরেজি নববর্ষ 
  • সকল অপূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ হোক নতুন বছরে!! সকল অপ্রাপ্তি পরিবর্তিত হোক সফল প্রাপ্তিতে; সকল জরাজীর্ণ মুছে গিয়ে শান্তি বিরাজ করুক প্রতিটি ঘরের অন্দরমহলে! হ্যাপি নিউ ইয়ার !! সকলের জন্য নতুন বছরের আন্তরিক শুভকামনা রইলো।
  • রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে…নতুন আলোয় নতুন ভোরে দুঃখ যাবে ভুলে…ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ…এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস! হ্যাপি নিউ ইয়ার 
  • নতুন বছর মানে নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন, আর নতুন করে শুরু। তোমার সব স্বপ্ন যেন পূরণ হয় এই বছরেই। শুভ নববর্ষ 
  • চলে গেল একটি বছর সময় এল বিদায় বেলারনতুন বছরে মিলব আবার সঙ্গে নিয়ে খুশির ভেলা শুভকামনা রইল আমারসর্বসময় সঙ্গে তোমার সুখ -শান্তি থাকুক সাথে সুস্থ থেকো সপরিবার হ্যাপি নিউ ইয়ার।
  • আসছে বছর নতুন দিন কাটুক ভালো তোমার দিন আসছে বছর নতুন দিন স্বপ্ন দেখ দেখ রঙিন রঙিন আসছে বছর নতুন দিন Happy New Year
  • প্রার্থনা করছি যে আপনার সামনে সত্যিই অসাধারণ এবং আনন্দময় বছর কাটুক! আপনাকে এবং আপনার পরিবারের জন্য শুভ কামনা। শুভ নববর্ষ 
  • নতুন বছরের প্রত্যেকটা দিন হয়ে উঠুক আনন্দ মুখর ও সুখময়। আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন রইল আপনাকে ও আপনার পরিবারের সকলের জন্য !! হ্যাপি নিউ ইয়ার
  • লাইফ কে সুন্দর করো। মন কে ফ্রেশ করো। হৃদয়কে কে নরম করো। টাইম কে ইউস করো। লাভ কে মিস কর। বন্ধু কে এসএমএস করো। হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম কর। হ্যাপি নিউ ইয়ার 
  • আজ দেখ নতুন সপ্ন, ভুলে যাও সব পুরনো কষ্ট। আজকে কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা। আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ। এই কামনা করি আমি সারাটাক্ষণ। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
  • নতুন বছর নিয়ে আসুক সদর্থক বার্তা,জরাজীর্ণ মুছে যাক ,পৃথিবীর হোক সুস্থ ,সকলের মুখে ফুটে উঠুক হাসি; এই কামনা করি অন্তঃকরণে! শুভ ইংরেজি নববর্ষে (২০২৬ ) সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
  • মিস্টি হাসি, দুষ্টু চোখ। সবার সপ্ন সত্যি হোক। জানাই সবাই কে আরেক বার হ্যাপি নিউ ইয়ার।
  • ফুল ফুটেছে বনে বনে,ভাবছি তোমায় মনে মনে,বলছি তোমায় কানে কানে,হ্যাপি নিউ ইয়ার।
  • পুরনো বছরের সব বিষাদ স্মৃতি হারিয়ে যাক অতল গভীরে ; নতুন বছর বয়ে আনুক শান্তির বার্তা সকল প্রতিকূলতা যাক মুছে , সকল কলুষতা যাক ধুয়ে পৃথিবীতে বিরাজ করুক শুধুই আনন্দ !অনেক ভালোবাসা ও একরাশ শুভেচ্ছার সাথে জানাই হ্যাপি নিউ ইয়ার ২০২৬ !!
  • মুছে দিতে সকল গ্লানি, নতুন বছর আসছে জানি। সুখি ছিলে সুখি হও। আর শুভ হোক নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার
  • ঘড়ির কাটা ১২ টা, মন যে আর মানে না। তুমি বন্ধু ঘুমাও নাকি? নতুন বছরের নতুন তারা, দেখ করছে ঝলমল। দিচ্ছে নতুন এর সাড়া। তোমার জীবনের বাকি দিন গুলো হোক সুখ সমৃদ্ধিময়, এই কামনায় তোমায় জানাই শুভ নববর্ষ।
  • স্বপ্ন সাজাও রঙের মেলায় জীবন সাজাও রঙিন ভেলায় ফিরে চলো মাটির টানে ,নতুন সুরে নতুন গানে , নতুন আশা জাগাও প্রাণে খুঁজে নিও সুখের মানে । সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা!! হ্যাপি নিউ ইয়ার
  • আজ দেখ নতুন সপ্ন, ভুলে যাও সব পুরনো কস্ট। আজ কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা। আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি খন। এই কামনা করি আমি সারাটা খন। হ্যাপি নিউ ইয়ার
  • শুভ নববর্ষ, প্রিয় পিতামাতা! আপনি সবসময় সুস্বাস্থ্য এবং একটি সুস্থ মনে থাকুন।
  • শুরু আছে যার শেষ আছে তার, ,কামনা করি নতুন বছরে তোমার আনন্দ ও সুখ যেন শেষ না হয়…সমৃদ্ধিতে ভরে উঠুক তোমার সারাটা জীবন !! হ্যাপি নিউ ইয়ার
  • স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চল মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রানে, খুঁজে নাও বাচার মানে। সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
  • একটি নতুন বছর একটি খালি বইয়ের মতো। কলম তোমার হাতে। এটি তোমার নিজের জন্য একটি সুন্দর গল্প লেখার সুযোগ। আমি আশা করি নতুন বছরটি তোমার জন্য ইতিবাচকতায় পূর্ণ হবে। শুভ ইংরেজি নববর্ষ
  • নতুন বছর নিয়ে আসুক একরাশ খুশির হাওয়াভাল কাটুক দিনগুলি তোরএইটুকুই যে আমার চাওয়া!হ্যাপি নিউ ইয়ার ২০২৬ !!! বছরের প্রতিটা দিন ভরে থাকুক খুশিতে আর আনন্দে !! পূর্ণতা পাক সকল স্বপ্ন সকল আশা !!!
  • বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। হ্যাপি নিউ ইয়ার
  • নতুন বছরের আনন্দ আপনার জীবনে চিরকাল স্থায়ী হোক। আপনি যেন সেই আলো খুঁজে পান যা আপনাকে আপনার কাঙ্খিত গন্তব্যের দিকে পরিচালিত করে। শুভ নববর্ষ
  • নতুন বছর ভাল কাটুক এই কামনা করি বারবারসবার মুখে হাসি ফোটাইএই হোক মোদের অঙ্গীকার !!আন্তরিকতার পরশ দিয়ে জানাই হ্যাপি নিউ ইয়ার
  • একসাথে বৃদ্ধ হওয়া এবং একে অপরকে ভালোবাসার আরেকটি বছরের জন্য শুভকামনা। আপনি আমার সাথে ঘটে যাওয়া সেরা ঘটনা। হ্যাপি নিউ ইয়ার
  • নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি। হ্যাপি নিউ ইয়ার
  • “জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যেপে জাগুক হরষ,”~ শুভ নববর্ষে একরাশ ভালোবাসা মাখানো শুভেচ্ছা পাঠালাম! হ্যাপি নিউ ইয়ার
  • আমার নতুন বছরের রেজিলিউশন হল আমাকে আমি গত বছরের চেয়ে বেশি ভালোবাসি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই নতুন বছরটি আপনার জন্য একটি দুর্দান্ত বছর হবে। হ্যাপি নিউ ইয়ার
  • তোমার সব মন খারাপে সঙ্গী আমায় কোরো তোমার দুঃখ আমায় দিয়ে ঝুলি আমার ভরো! নতুন বছরে শুধুই খুশী তোমায় রাখুক ঘিরে। জেনো আমি আছি পাশে, একলা হও বা ভিড়ে! হ্যাপী নিউ ইয়ার ডিয়ার‼
  • ২০২৬ হোক তোমার হাসির বছর, স্বপ্নপূরণের বছর, আর ভালোবাসায় ভরা এক নতুন অধ্যায়ের শুরু।
  • শুভ নববর্ষ প্রিয়তমা! আমার জীবনে ভালোবাসার সাথে আরো একটি বছর কাটিয়ে সম্ভাবনার চেয়ে উত্তেজনাপূর্ণ আর কিছুই মনে হয়না। হ্যাপি নিউ ইয়ার
  • বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। হ্যাপি নিউ ইয়ার
  • নতুন বছর আসুক তোমার জীবনে রোদেলা সকাল, মিষ্টি হাওয়া আর অপার সম্ভাবনা নিয়ে। শুভ নববর্ষ ২০২৬
  • আমি তোমাকে ভালোবাসতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি খুব কম লক্ষ্য করেছি যে আরো একটি বছর অতিবাহিত হয়েছে। শুভ নববর্ষ আমার ভালোবাসা। আমি এই বিশ্বের সব সুখ কামনা করি। শুভ নববর্ষ
  • আমার প্রিয়তমা, নতুন বছরের একটি চমৎকার সূচনা কামনা করছি। আশা করি আগামী বছরটি এখন পর্যন্ত সেরা হয়ে উঠবে! শুভ নববর্ষ
  • আপনার মিষ্টি হাসি আমাকে আমার গভীরতম ব্যথা এবং আমার কঠিনতম দুঃখ গুলো ভুলে যেতে পারে। সুখী নতুন বছর। আপনি কারন নতুন বছর এত আশ্চর্যজনক। হ্যাপি নিউ ইয়ার
  • ২০২৬ হোক তোমার জীবনের সেই বছর, যেটা তুমি পরের বছরগুলোতে গর্ব করে মনে রাখবে।
  • আমার জীবনে আপনার উপস্থিতি একটি খোলা দরজার মতো যা সুখ এবং আনন্দকে প্রাচুর্যের সাথে স্বাগত জানায়। আমি আগে কখনো এত জীবন্ত অনুভব করিনি। Happy New Year
এছাড়াও আপনি চাইলে কবিতা আকারে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে পারেন। যেগুলো নিচে দেওয়া হলো-

হে নতুন সূর্য ভুলিয়ে দাও আছে যত দুঃখ বেদনা;
তোমার সোনালি আলোয় ,হে নতুন সকাল ,উড়িয়ে নিয়ে যাওনা পাওয়ার যন্ত্রণা;
তোমার স্নিগ্ধ হওয়ায় , হে নতুন বছর ,তুমি নিয়ে এসো সুখ, আশা, স্বপ্ন

নতুন বছরের নতুন দিন
অল্প কিছু শুভেচ্ছা নিন॥
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন
নতুন কিছু স্বপ্ন গড়ুন॥
নতুন বছর নতুন আশা
রইলো কিছু ভালোবাসা॥

নিউ ইয়ার দিচ্ছে উঁকি, আর মাত্র কদিন বাকি।
গাছে গাছে উড়ছে পাখি, বন্ধু তোমাদেরকে বলে রাখি।
অগ্রিম হ্যাপি নিউ ইয়ার

নিশি যখন ভোর হবে
সুখ তারা নিভে যাবে,
আসবে একটা নতুন দিন,
বছরটা হোক অমলিন।
হ্যাপি নিউ ইয়ার
ইংরেজি_নববর্ষের_শুভেচ্ছা_বার্তা
নতুন বছর এলো নিয়ে হাজার হাজার খুশি
হৃদয় ভরুক সেই খুশিতেই মাতুক বিশ্ববাসী॥
ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি
নতুন বছরের শুভেচ্ছা ছাড়া আর কিই বা দিতে পারি॥
হ্যাপি নিউ ইয়ার

স্বপ্ন সাজাও রঙের মেলায়,জীবন সাজাও রঙিন ভেলায়
ফিরে চলো মাটির টানে ,নতুন সুরে নতুন গানে
নতুন আশা জাগাও প্রাণে খুঁজে নিও সুখের মানে
সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা!!
হ্যাপি নিউ ইয়ার

নতুন আলো নতুন ভোর, আসলো বছর কাটলো প্রহর
নতুন কে কর বরণ
পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি
তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার

চোখের পানি ফেলোনা, বন্ধু তুমি কেদনা,
তোমাকে সবাই ভুলে গেলেও আমি তোমায় ভুলবো না।
তোমাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা।
পৃথিবীতে ছড়িয়ে দিক অনেক ভালোবাসা
হ্যাপি নিউ ইয়ার

দিনগুলি যেমনই হোক, যাবে ঠিকই কেটে
তবে বলো লাভটা কোথায় পুরনো স্মৃতি ঘেঁটে?
সুখ-দুঃখ দিয়েই জীবন ওঠে গড়ে
নতুন আশায় এগিয়ে চলো,বাঁচো নতুন করে
হ্যাপি নিউ ইয়ার

নতুন হাসি, নতুন গান
নতুন আশা, নতুন প্রান
নতুন রবি, নতুন আলো
নতুন বছর কাটুক ভাল
দুঃখ বিষাদ ভুলে গিয়ে নতুন বছরকে করি আহ্বান
শুভ ইংরেজি নববর্ষ

পুরনো বছর গেলো যাক,
নতুন বছরে হোক না ভালো কিছু আগমনের ডাক।
তোমাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
ইংরেজি_নববর্ষের_শুভেচ্ছা_বার্তা
নীল আকাশের খামে ভরে
সাদা মেঘের কাগজে করে
রংধনুর রঙে লিখে
দখিনা বাতাসকে দিয়ে আমার মনের কথা পাঠালাম।
হ্যাপি নিউ ইয়ার, প্রিয় বন্ধু।

আমরা অনেকেই ইংরেজি বছরের শুভেচ্ছা ইংরেজিতে জানাতে পছন্দ করি। তাই আপনাদের সুবিধার্থে কিছু ইংরেজি শুভেচ্ছা বার্তা নিচে দেয়া হয়েছে। আপনি চাইলে সেগুলো থেকে আপনার প্রিয়জনকে ইংরেজি বছরের শুভেচ্ছা জানাতে পারেন।
  • Wish that every day, every hour and every movement of this new year be filled with happiness, fun, enjoyment and much more !! Wish good health and prosperity in abundance for you and your loved ones! Happy new year
  • A new year starts with a new chapter ; Hope this new year become an incredible part of your story . Happy New Year
  • Happy New Year to my best friend and brother! Hoping this year brings you so much joy.
  • I wish you a Happy New Year and a successful life ahead.
  • I was going to give up all of my bad habits for the new year, but then I remembered that no one likes a quitter. Happy New Year!
  • Cheers to the New beginning and hope we stay united the entire year and work for the betterment of society.
  • Happy New Year to a true friend who needs no resolutions because you're already awesome.
  • Wishing you a year full of opportunities. May you seize every moment and gather some life learnings through them to make your life meaningful. Happy New Year
  • New is the year, new are the hopes, new is the resolution, new are the spirits, and new are my warm wishes just for you. Have a promising and fulfilling New Year!
  • While entering into the new year let’s raise a toast for our friendship and cherish this moment. Happy New Year
  • A new year is like starting a new chapter in your life. It’s your chance to write an incredible story for yourself.
  • Let’s raise the glass and welcome the New Year with a smiling and cheerful face. Happy New Year to all!
  • Out with the old, in with the new: may you be happy the whole year through. Wish you and your family a happy, healthy New Year!
  • Wishing you and your family health, happiness, and prosperity in the new year.
  • Wishing you endless happiness, good health, and cherished memories this New Year! Let’s make it a year to remember!
  • Happy New Year, Mum and Dad! Your love keeps me grounded, and your humour makes life so much fun.
  • May your home be filled with warmth and your heart with hope as we welcome the New Year!
  • As we welcome the New Year, I want to take a moment to express my heartfelt gratitude for being my greatest support. Here’s to another year overflowing with love and joy together.
  • Look ahead to achieve success in your life. I wish you reach your destination and get what you aspire. Happy New Year!
  • Counting my blessings and wishing you more; May this New Year bless you with health, wealth, and happiness and many more‼ Happy New Year
  • Happy New Year to the love of my life! I’m so proud of all your accomplishments this year and can’t wait to see what’s next.
  • Cheers to 365 new chances! May your New Year be filled with adventure, laughter, and cherished moments. Happy New Year!
  • Wishing you and your family a very Happy New Year 2026!! May it be filled with colourful adventures and good fortunes
  • May this year bring you closer to your dreams and fill your days with sunshine and smiles. Happy New Year!
  • On this New Year, I wish that you have a fantabulous January, an extra ordinary February, a mesmerising March, an astounding April, an impressive May, and happiness that keeps going from June to November, and then round off with an incredible December
  • May this new year bring everyone joy ,peace ,happiness, love , grace and life in abundance . Wish you and your family a happy 2026
  • New adventures await! May this year bring you joy, good health, and countless reasons to celebrate. Happy New Year!
  • Get rid of the baggage of whatever that did not serve you; Embrace wholeheartedly the positivity that life has to showcase this new year! Happy New Year
  • May this New Year bring you warmth, love, and light to guide your way to a positive destination‼ Here’s wishing you from the core of my heart all the joy of this festive season. Have a Happy New Year
  • Life’s a journey, and this New Year is another chapter. Write it beautifully with love and success. Happy New Year!
  • Enjoy this New Year day to the fullest with your family and friends!! Have a rocking year ahead!

ইংরেজি নববর্ষ পালন সম্পর্কে ইসলাম কি বলে?

ইংরেজি নববর্ষ উদযাপন মূলত বিধর্মীদের সংস্কৃতি অনুষ্ঠান। তাই একজন মুসলিম হিসেবে এটি পালন করা আপনার জন্য নিষিদ্ধ। আমাদের উদযাপনের জন্য দুটি উৎসব রয়েছে। যেগুলো হল ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এর বাহিরে আমাদের আর কোন ঈদ নেই। অর্থাৎ আর কোন উৎসব নেই। এ সম্পর্কে মহান আল্লাহ তা'আলা বলেন-প্রতিটি জাতির জন্য আমি ধর্মীয় উপলক্ষ নির্দিষ্ট করে দিয়েছি যা তাদেরকে পালন করতে হয়। সূরা আল-হাজ্জ্ব, আয়াত-৬৭

এছাড়াও নবীজি (সা.) বলেন-“প্রত্যেক জাতির নিজস্ব ঈদ রয়েছে, আর এটা আমাদের ঈদ।” [বুখারী, মুসলিম] অর্থাৎ তিনি দুটি ঈদের কথা উল্লেখ করেছেন। এর বাইরে আর কোন উৎসব একজন মুসলমানের থাকতে পারেনা।

ইংরেজি নববর্ষের সময় বিভিন্ন ধরনের আচরণ অনুষ্ঠান পালন করা হয় যা ইসলামিক মূল্যবোধের পরিপন্থী। সেই সাথে একটি শরীয়ার দৃষ্টিকোণ থেকে পাপ কাজ হিসেবে গণ্য হয়। এ কারণে এটি থেকে আমাদের বিরত থাকা উচিত।

মানুষজন নববর্ষ পালন করে মূলত তারা মনে করে নতুন বছর নতুন কল্যাণ বয়ে আনে, সব কষ্ট ও ব্যর্থতার গ্লানি দূর হয়ে যায়। কিন্তু ইসলামে এ ধরনের কোন তত্ত্ব নেই। কেননা মানুষের ভাগ্য আগে থেকেই নির্ধারিত। এছাড়াও নববর্ষের সময় বিভিন্ন ধরনের আতশবাজি ফুটিয়ে নববর্ষকে স্বাগত করা হয়, যা পরিবেশ ও প্রতিবেশীর শান্তি বিনষ্ট করে। সেই সাথে বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন করা হয়। যা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম

নববর্ষ সর্বপ্রথম যারা পালন করতেন তারা মূলত নতুন দিনের সূর্যকে স্বাগত জানানোর উদ্দেশ্যে পালন করতেন। অর্থাৎ তারা সূর্যের পূজা করতে। একজন মুসলিম হিসেবে আমরা এই সংস্কৃতিকে লালন করতে পারি না। কেননা আল্লাহতালা বলেন- নিশ্চয়ই যে কেউই আল্লাহর অংশীদার স্থির করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার বাসস্থান হবে অগ্নি। এবং যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই। সূরা মায়িদাহ, আয়াত-৭২

নববর্ষ উদযাপনের আরো একটি অনৈতিক দিক হলো এই উৎসবকে কেন্দ্র করে নারী-পুরুষ একাকার হয়ে যায়। এই দিন নারীরা সহজলভ্য হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন শহর সহ পশ্চিমা বিশ্বে বিভিন্ন ক্লাবে নারী-পুরুষ অবাক মেলামেশাই লিপ্ত থাকে। যা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারী। এ সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেন- আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না। (বুখারী ও মুসলিম)

এই আলোচনা থেকে আমরা এটি বুঝতে পারলাম যে একজন মুসলিম হিসেবে আমরা দুই ঈদ ব্যতীত আর কোন উৎসব পালন করতে পারি না। যেহেতু ইংরেজি নববর্ষ উদযাপন সম্পূর্ণটাই শরিয়াহ বিরোধী কর্মকাণ্ড। তাই আমাদের উচিত ইংরেজি নববর্ষ উদযাপন থেকে বিরত থাকা। কেননা আল্লাহ তা'লা যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা আমাদের অবশ্যই কর্তব্য ও তা আমাদের জন্য মঙ্গলজনক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি আপনার মূল্যবান মন্তব্যটি এখানে লিখুন। প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে দেখা হয়।

comment url